• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ওজোপাডিকোর নয়া এমডির জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০২৩

খুলনা প্রতিনিধি : 

বুধবার সকাল ৯ টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো)’র নবনিযুক্ত  ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী এ .এইচ .এম. মহিউদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নির্বাহী পারিচালক (পরিচালন) প্রকৌ: মো: শামছুল আলম, নির্বাহী পারিচালক (পিএন্ডডি) প্রকৌ: মো: আখেরুল ইসলাম, নির্বাহী পারিচালক (অর্থ) এ এন এম মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী (ইএসসিএস) মো: আবু হাসান, প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) এ. টি. এম তারিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ওএন্ডএম) মো: রোকনউজ্জামন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: আলমগীর কবীর, কোম্পানি সচিব (অতি: দায়িত্ব) মোহাম্মদ নাজমুল হুদাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় খুলনাস্থ বয়রায় ওজোপাডিকো সদর দপ্তরে আগমন করেন। দুপুরে তিনি  ওজোপাডিকো সদর দপ্তর প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। গরীব ও দুস্থদের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ শেষে বিকালে ওজোপাডিকো ‘র সভা কক্ষে ঊর্ধতন কর্মকর্তাগণের সাথে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে ওজোপাডিকোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ওজোপাডিকো’র পরিচালনা পর্ষদের ১৫ জুলাই ২৫৯তম বোর্ড সভার সুপারিশের আলোকে  ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী এ. এইচ. এম. মহিউদ্দিনকে ওজোপাডিকো’র চাকরি বিধি মোতাবেক ওজোপাডিকোতে চুক্তিভিত্তিক নিয়োগের পরামর্শ প্রদান করা হয়। তিনি ২৮ আগষ্ট ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করে ঢাকায় ওজোপাডিকো’র লিয়াঁজো অফিসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে খুলনাস্থ বয়রায় ওজোপাডিকো’র সদর দপ্তরে আগমন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads